শিরোমণি ডেস্ক রিপোর্ট: স্বাধীনতা দিবসে বীর শহীদদের স্মরণে ৫ দলীয় বাম জোট এর পুষ্পার্ঘ্য অর্পণ। ২৬ শে মার্চ ২০২৪, ৫৪তম স্বাধীনতা দিবসে মুক্তিযুদ্ধে শহীদ সকল বীরদের গভীর শ্রদ্ধা জানিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে শিখা চিরন্তনে পুষ্পমাল্য অর্পন করেন ৫ দলীয় বাম জোট নেতৃবৃন্দ।
পুষ্পমাল্য অর্পণ শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন ৫ দলীয় বাম জোটের সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)র সভাপতি কমরেড ডাঃ এম এ সামাদ তিনি বলেন
মানুষের বাক স্বাধীনতা অধিকার গনতন্ত্র সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচারের লক্ষ্যে স্বাধীনতাকামী জনগণ লড়াই করে দেশ স্বাধীন করেছে। অথচ গত ৫৪ বছরে মুক্তিযুদ্ধের সেই ঘোষণা অঙ্গীকার আজও বাস্তবায়িত হয়নি।স্বাধীনতার সূফল সাধারণ মানুষ আজ ও পায়নি
তিনি বলেন, পুঁজিবাদী মুক্তবাজারী অর্থনীতিতে দেশ পরিচালনার ফলে সাম্যের পরিবর্তে বৈষম্য আজ আকাশ চুম্বি, মানবিক মর্যাদা ভুলুণ্ঠিত ও সামাজিক ন্যায় বিচারের বাণী নিরবে কাঁদে। আমরা ভৌগোলিকভাবে স্বাধীন হলেও অর্থনৈতিকভাবে স্বাধীনতা অর্জন করতে পারিনি।
মহান স্বাধীনতা দিবসের ৫৪ বছর পূর্তি উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে ৫ দলীয় বাম জোটের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ২৬ মার্চ বিকালে সোহরাওয়ার্দী উদ্যানে শিখা চিরন্তনে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। ৫ দলীয় বাম জোটের সমন্বয়ক ও সিপিবি(এম) সভাপতি কমরেড ডাঃ এম এ সামাদ এর নেতৃত্বে পুষ্পার্ঘ্য অর্পণকালে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড সাহিদুর রহমান বিপ্লবী কমিউনিস্ট
কেন্দ্রের সাধারণ সম্পাদক কমরেড বিধান দাস সচেতন নাগরিক পার্টির সভাপতি কমরেড হেলাল উদ্দিন সোশ্যালিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড সাহীন আহমেদ বাংলাদেশের সাম্যবাদী দল (মার্কসবাদী) সভাপতি কমরেড গিয়াসউদ্দিন ভুঁইয়া প্রমুখ নেতৃবৃন্দ। উল্লেখ্য এরা ৫ দলীয় বাম জোটের শরীক দল ও কেন্দ্রীয় পরিচালনা কমিটির সদস্য ।
কমরেড সামাদ বলেন, স্বাধীনতার ৫৪ বছরে দেশের শ্রমিক, কৃষক, সাধারণ মানুষ ও প্রবাসী শ্রমিকরা কঠোর পরিশ্রম করে দেশের অর্থনীতির চাকা সচল রাখলেও আজ তাদের কাজ ও খাদ্যের চরম নিরাপত্তাহীনতায় থাকতে হচ্ছে। শাসকদের গালভরা উন্নয়নের ঢাকের নীচে চাপা পড়ে যাচ্ছে খেটে খাওয়া মানুষের আর্তনাদ। প্রয়োজনীয় ক্যালোরি না পেয়ে পুষ্টিহীনতায় ভুগছে শ্রমজীবী নিন্ম আয়ের সাধারণ মানুষ। তিনি ভৌগোলিক স্বাধীনতার পাশাপাশি অর্থনৈতিক স্বাধীনতা অর্জনের জন্য বর্তমান আওয়ামী ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গণআন্দোলন গড়ে তোলার জন্য বাম গণতান্ত্রিক প্রগতিশীল শক্তিসহ গণতন্ত্রপ্রিয় সকলের প্রতি আহ্বান জানান তিনি আর ও বলেন ফ্যাসিবাদের পতন না হলে স্বাধীনতার সুফল জনগন ভোগ করতে পারবে না।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]