রাজু আহম্মেদ,খালিশপুর থানা প্রতিনিধি:সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস্ হাউজ কর্তৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ২৮ মার্চ (২৭ রমজান) খুলনার খালিশপুর আলমনগর মধ্যপাড়া দারুস্ সালাম জামে মসজিদে ফ্রেন্ডস্ হাউজের এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের দোয়া পরিচালনা করেন অত্র মসজিদের ইমাম মাওলানা আবুল হাসান,এসময় দেশ, জাতি, ও মুসলিম উম্মাহর কল্যাণ এবং সংগঠনের উত্তরোত্তর সফলতা কামনা করা হয়।
ফ্রেন্ডস্ হাউজ দীর্ঘদিন খুলনার বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করছে। ফ্রেন্ডস্ হাউজের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম শামীম বলেন, এই আয়োজনের মূল উদ্দেশ্য সমাজের সর্বস্তরের মানুষকে একত্রিত করা এবং অসহায় ও সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়ানো। আমরা সব সময় মানবতার সেবায় কাজ করতে চাই।
এ সময় উপস্থিত ছিলেন, ১৫ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি, কাজী একরাম মিন্টু, সাধারণ সম্পাদক, গাজী সালাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক, আসাদুজ্জামান মনির।
এসময় আরও উপস্থিত ছিলেন, দারুস সালাম জামে মসজিদের সভাপতি এবং সাধারণ সম্পাদক এবং ফ্রেন্ডস্ হাউজ এর সকল সদস্য সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Notifications