চট্টগ্রাম প্রতিনিধী,অঞ্জন লাল মহাজন: আজ সৎসঙ্গ শাখা বন্দরে সার্বজনীন,সৎসঙ্গ অধিবেশনে অদ্য বেলা দুই গটিকা ১৩/০৫/২০২২ইং চট্টগ্রাম বন্দর পূজা মন্দিরে, বন্দর শাখা সৎসঙ্গের সভাপতি বাবু লিটন চৌধুরীর, সসভাপতিত্বে সাধারণ সম্পাদক বাবু কাজল বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়, উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ সম্পাদক দীলিপ সরকার, কাযর্করী সভাপতি বাবু সঞ্জয় শীল, সহ সভাপতি বাবু টিটু ধর,অথ সম্পাদক বাবু তাপস দাশ,সহ অথ সম্পাদক বাবু জিকু কুমার দে,সাংগঠনিক সম্পাদক বাবু সুমন কুমার দে, সহ সাংগঠনিক সম্পাদক বাবু নিপু দাশ,সাংস্কৃতিক সম্পাদক বাবু সুমন কান্তি দে,সহ সাংস্কৃতিক সম্পাদিকা শ্রীমতি উর্মিলা দে,প্রচার সম্পাদক বাবু দে রনি, সহ প্রচার সম্পাদক বাবু সুমন ঘোষ,আরো উপস্তিত ছিলেন উপদেষ্টা মণ্ডলি,, বাবু নির্মল চেৌধুরী,বাবু শুনিল আাইচ বাবু সবুজ সুনীল, বাবু সেতু সাহা,পরিচালনা পরিষদের সদস্য, বাবু অজয় মজুমদার, বাবু পরিমল নাথ টুটুল, শ্রীমতি বিউটি দে, শ্রীমতি র্অপনা নন্দী, শেলি সাহা সহ আরো অন্যান্য সদস্যবৃন্দ।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]