ডেস্ক রিপোর্ট দৈনিক শিরোমণিঃ খুলনা যশোর মহাসড়কের শিরোমণি বাদামতলায় কালনা এক্রাপ্রেস গাড়ীর ধাক্কায় বাইসাইকেল আরোহী কুয়েট সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সেকশন অফিসার(গ্রেড-২) এফ এম কাওছার আলী(৫০) গুরুতর আহত হয়েছে। ঘটনার পর কালনা পরিবহণের দ্রুতগামী গাড়ীটি পালিয়ে যায়। গতকাল শনিবার আনুমানিক সকাল সাড়ে ১১টার দিকে বাদামতলার মোড়ল প্যালেসের সামনে এ দূর্ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। আহতের স্বজন ও স্থানীয়রা জানায়, কাওছার আলী সকালে বাইসাইকেল যোগে শিরোমণিতে বাজারের উদ্দেশ্যে বাড়ী থেকে বের হয়। শিরোমণি বাজার শেষে যোগীপোলে বাড়ী ফেরার পথে বাদামতলার মোড়ল প্যালেসের সামনে আসলে খুলনাগামী কালনা এক্রাপ্রেসের একটি গাড়ী তাকে পেছন থেকে ধাক্কা দিলে তিনি ছিটকে রাস্তার উপর পড়ে যায়। স্থানীয়রা তাকে মুমুর্ষ অবন্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। আহতের স্বজন জানায়, আহত কাওছারের মাথায়, পায়ে, ঘাড়েসহ শরিরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পেয়েছে। তার পায়ে এবং ঘাড়ে দ্রুত অপারেশন করা প্রয়োজন বলে ডাক্তার জানিয়েছেন। গুরুতর আহত হলেও কাওছার আলী বর্তমানে জ্ঞান রয়েছে। খানজাহান আলী থানা পুলিশ বলছে অভিযোগ পেলে সিসি ক্যামেরার ফুটেজ দেখে গাড়ীটি আটকের ব্যবস্থা গ্রহন করা হবে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : rural.shiromoni@gmail.com, info@shiromoni.com
Notifications