বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের ফকিরহাটের কাটাখালী হাইওয়ে থানা পুলিশের নবাগত ওসি আলী হোসেন (পিপিএম সেবা) যোগদানের পরপরই মহাসড়কে বিশৃঙ্খলা এড়াতে কঠোর পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানান। তিনি বলেন, "দেশের সড়ক বিভাগে ব্যাপক উন্নয়নের পাশাপাশি বাড়ছে সড়কের প্রচন্ড চাপ, যার ফলে যত্রতত্র পার্কিং সহ নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হয় সাধারণ মানুষের। আর সড়কে বিশৃঙ্খলার কারণে বাড়ছে প্রতিনিয়ত সড়ক দূর্ঘটনা আর এতে হাড়িয়ে যাচ্ছে অনেক তাজা প্রাণ। তাই এই মুহুর্তে সড়কের বিশৃঙ্খলা এড়ানোই প্রথম ও প্রধান কাজ। তাছাড়া সড়কে চাঁদাবাজি বন্ধেও কাটাখালী হাইওয়ে থানা পুলিশ তৎপর থাকবে সব সময়"। যোগদানের পর তিনি সড়কের নানান অসংগতি পর্যবেক্ষণ করেছেন বলেও জানান। সোমবার সকালে সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাতকালে তিনি এসব কথা বলেন। তিনি এর আগে কে.এম.পি সহ ঢাকার বিভিন্ন থানায় সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। গত ২৩ই ডিসেম্বর তিনি বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলাধীন কাটাখালী হাইওয়ে থানা পুলিশে অফিসার ইনচার্জ (ওসি) পদে নিযুক্ত হন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]