চুনারুঘাট প্রতিনিধিঃ হাড়কাঁপানো শীতের তীব্রতা ও ঘন কুয়াশায় বিপর্যস্ত সিলেটের চা বাগানগুলোতে প্রতিবন্ধী, গরীব অসহায়, দরিদ্র, বৃদ্ধ নারী-পুরুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন “চা শ্রমিকদের সেবক” নামের সেচ্ছা ও সেবাকমূলক সংগঠনটি। কনকনে হিমেল হাওয়া ও বর্তমানের তীব্র শৈত্যপ্রবাহ দরিদ্র চা জনগোষ্ঠী অধ্যুষিত চা বাগানগুলোতে বিরুপ প্রভাব ফেলেছে। এরই ধারাবাহিকতায় সংগঠনটি ২য় বারের মতো শীতবস্ত্র বিতরণ করছেন।
মঙ্গলবার ( ১৭ই জানুয়ারি) বৃহত্তর সিলেটের ৪ টি চা বাগান, দলদলী চা বাগান, মালনিছড়া চা বাগান, লাক্কাতুরা চা বাগান ও তারাপুর চা বাগান, এর চা শ্রমিকদের মাঝে সকাল ১১ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের পরিচালক – সাংবাদিক শ্রীপ্রসাদ চৌহান, সংগঠনের ভ্যালি পরিচালক – সাংবাদিক মনোরঞ্জন দাস, সাংবাদিক বাবলু তন্তুবায়, সাংবাদিক বিষ্ণু বাল্মিকী দাস, সাংবাদিক অমল উরাং, পলক শীল, সাধন কূর্মী, সন্জিত, সুশীল, সুমনসহ চা বাগানের সচেতন মহল ।
নতুন কম্বল পেয়ে আনন্দ প্রকাশ করে শীতার্ত চা বাগানবাসী বলেন – শীতের পোশাক খুব সামান্য থাকায় শীতে অতি কষ্টে আছি । শীতের কারনে শরীর কাঁপে ঠনঠন করে। এই কম্বল পেয়ে বড় উপকার হলো। বৃদ্ধ পুরুষ-মহিলাদের কাজ নাই,খুবই অসহায়। আমাদের খোঁজ নেওয়ার কোনো মানুষও নেই। শীতে খুবই কষ্ট হচ্ছে। কম্বলখানা পেলে খুব ভালো হলো।
“চা শ্রমিকদের সেবক” মূলত একটি অলাভজনক এবং অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনের মুল উদ্দেশ্য হচ্ছে সংগঠনে যুক্ত প্রত্যেক সদস্যদের কাছ থেকে তাদের প্রতি মাসে আয়ের উৎস থেকে মাত্র এক দিনের মজুরির টাকা প্রদানের মাধ্যমে অসহায় চা শ্রমিকদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া এবং লক্ষ্য হচ্ছে শিক্ষার হার বৃদ্ধির লক্ষ্যে আর্থিক সহায়তা ও শিক্ষা উপকরন বিতরন,গৃহহীনদের গৃহ নির্মান ও সংস্কার করা, চিৎকিসার জন্য আর্থিক সহায়তা প্রদান,প্রাকৃতিক দুর্যোগে খাদ্য সহায়তা ও বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে আত্ম কর্মসংস্থানমুলক প্রশিক্ষণ ও আর্থিক সহায়তাসহ বিভিন্ন উন্নয়ন মুলক কাজ করা।