রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || শনিবার | ২৩ নভেম্বর ২০২৪ | ৮ অগ্রহায়ণ ১৪৩১ | ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
হরিণাকুণ্ডুতে আত্মহত্যা প্রতিরোধে আলোচনা
মোঃ ইনছান আলী জেলা প্রতিনিধি ঝিনাইদহ দৈনিক শিরোমণিঃ ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে 'আত্মহত্যা সম্পর্কে ইসলামের বিধান’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদের মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। বখাটেদের উৎপাত, মা-বাবার বকুনি, পারিবারিক বিপর্যয়, মানসিক অশান্তি, নারী নির্যাতন, ধর্ষণ, আর্থ-সামাজিক প্রেক্ষাপট, মূল্যবোধের অবক্ষয়সহ আত্মহত্যার নানা দিক নিয়ে অনুষ্ঠিত এই আলোচনায় সভাপতিত্ব করেণ ইউএনও সৈয়দা নাফিস সুলতানা।উপজেলার বিভিন্ন মসজিদের ঈমাম ও ইসলামিক ফাউন্ডেশনের গনশিক্ষা কার্যক্রমের শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে এই আলোচনায় প্রধান আলোচক ছিলেন ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল হামিদ খান। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন এসিল্যান্ড সেলিম আহম্মেদ, ওসি আব্দুর রহিম মোল্লা ও প্রেস ক্লাব সভাপতি সাইফুজ্জামান তাজু।এ সময় ইসলামিক ফাউন্ডেশনের মাঠ কর্মকর্তা শামছুর রহমান, ফিল্ড সুপারভাইজার লুৎফর রহমান, শিক্ষক প্রশিক্ষক আব্দুল্লাহ আল মামুন, ঈমাম সমিতির সভাপতি মঈনুদ্দিন আহম্মেদ, ঈমাম তৈয়বুর রহমান, আব্দুর রাজ্জাক প্রমূখ বক্তব্য দেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.