দৈনিক শিরোমণি হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি নফিল উদ্দিন: ঠাকুরগাঁওয়ের হরিপুরে রাতের আধারে আব্দুর রহিম নামে এক বর্গা চাষী কৃষকের ৪০ শতক জমির ফুলকপি’র সবজি ক্ষেত কেটে নষ্টকরে দিয়েছে দুর্বৃত্তরা।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার তারবাগান কলনিপাড়া গ্রামের কৃষক আব্দুর রহিমের সবজি ক্ষেতে। এবিষয়ে কৃষক আব্দুর রহিম আজ ১৩ সেপ্টম্বর শুক্রবার সকালে হরিপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। কৃষক আব্দুর রহিম বলেন, তিনি একজন বর্গা চাষী। ওই ৪০ শতক জমি ২ লক্ষ টাকাদিয়ে বন্ধকী নিয়েছি।
সে খানে তিনি শীতকালীন অগ্রিম ফুলকপি ও কাঁটালি বেগুনের সবজি ক্ষেতের চাষ করেছি। আর কয়েক দিনের মধ্যেই ক্ষেতের ফল পাওয়ায়েত। এমতা অবস্তায় বৃহস্পতিবার রাতে কে বা কারা আমার ফুলকপির ক্ষেতের গাছ কেটে নষ্ট করে দিয়েছে। এতে আমার প্রায় ৪ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।