রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || শনিবার | ২৩ নভেম্বর ২০২৪ | ৮ অগ্রহায়ণ ১৪৩১ | ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
হাওরের নদী ও পরিবেশ রক্ষায় নাগরিক সমাজের করনীয় শীর্ষক আলোচনা
মোশারফ হোসেন লিটন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ বিশ্ব নদী দিবস উপলক্ষে সুনামগঞ্জে হাওরের নদী ও পরিবেশ রক্ষায় নাগরিক সমাজের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১১ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জ অঞ্চলের বিভিন্ন সংস্থার আয়োজনে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। সভায় তিনি নাগরিক সমাজের নেতাদের হাওর ও নদী রক্ষায় তাদের প্রস্তাবনা এবং মতামত তুলে ধরেন।এসময় বক্তারা বলেন, হাওরের নদী ও পরিবেশ রক্ষায় প্রশাসনের কার্যকর উদ্যোগ, যুগোপযোগী আইন প্রণয়ন ও কার্যকর করাসহ এ বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করার উপর গুরুত্বারোপ করতে হবে। হাওর নদী বাঁচলে বাংলাদেশ বাঁচবে বলে আখ্যায়িত করেছেন।উন্নয়নকর্মী নির্মল ভট্টাচার্যের সভাপতিত্বে ও সালেহীন চৌধুরী শুভর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন 'হাওর বাচাঁও' আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, উন্নয়ন সংস্থা বেলার সিলেট বিভাগীয় সমন্বয়কারি অ্যাডভোকেট শাহ সাহেদা আক্তার, সাবেক অধ্যক্ষ সৈয়দ মুহিবুল ইসলাম, সমাজকর্মী আলী হায়দার, সুখেন্দু সেন, সাংবাদিক লতিফুর রহমান রাজু শিক্ষক মোদাচ্ছির আলম প্রমুখ।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.