রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || শনিবার | ২৩ নভেম্বর ২০২৪ | ৮ অগ্রহায়ণ ১৪৩১ | ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
হাওর এলাকার জীবনমান উন্নয়ন ও সংরক্ষনে সবাইকে এগিয়ে আসতে হবে
কপিল দেব মৌলভীবাজার জেলা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ সিলেটের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ড. মো: মুহাম্মদ মোশাররফ হোসেন বলেছেন , হাওর এলাকার জীবনমান উন্নয়ন ও জীববৈচিত্র্য সংরক্ষনে সবাইকে এগিয়ে আসতে হবে।আজ বুধবার (২৬ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে হাওর অঞ্চলের প্রাকৃতিক পরিবেশের সুরক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষন ও মানুষের জীবনমান এবং সন্ত্রাস,জঙ্গীবাদ,মাদক ও বাল্যবিবাহসহ অন্যান্য সামাজিক অপরাধ নিরোদ বিষয়ক সেমিনার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।এই বিষয়ে আরো বলেন, হাওরের উন্নয়নে ইমামরা প্রতি শুক্রবার মসজিদে বয়ান দিতে পারেন। তাছাড়া বাল্যবিবাহ এবং মাদক সম্পর্কেও মানুষকে সচেতন করতে পারেন।মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এবিএম মুজাহিদুল ইসলাম।সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের উপ- পরিচালক মো: আনোয়ারুল কাদির।এছাড়াও সেমিনারে উপস্থিত ছিলেন মসজিদের ইমাম,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। উক্ত অনুষ্ঠান শেষে দেশ ও জাতির জন্য মোনাজাত করা হয়।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.