রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || রবিবার | ২৪ নভেম্বর ২০২৪ | ৯ অগ্রহায়ণ ১৪৩১ | ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
হাজীগঞ্জে বালুমহালে ভ্রাম্যমান আদলতের অভিযান
সবুজ ভদ্র, বিশেষ প্রতিনিধি, চাঁদপুর : চাঁদপুরের হাজীগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযোগের ভিত্তিতে সাতটি বালুমহালে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতে ৭ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
৩০ আগস্ট ২০২২ খ্রি. মঙ্গলবার দিনব্যাপী হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদুল ইসলাম তানজীর সরেজমিনে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা আদায়কারী প্রতিষ্ঠানগুলো হচ্ছে হাজীগঞ্জ পৌরসভার আলীগঞ্জ বালুর ঘাটের দেশ এন্টারপ্রাইজ এর সত্ত্বাধিকারী নজরুল ইসলামকে ১ লক্ষ টাকা, বাংলাদেশ কনষ্ট্রাকশন এর সত্ত্বাধিকারী শাহাজান বেপারীকে ১ লক্ষ টাকা, তালুকদার বিল্টার্স এর সত্ত্বাধিকারী মঞ্জু তালুকদারকে ১ লক্ষ টাকা, মেসার্স শাহপরান এন্টারপ্রাইজ এর শাহপরানকে ৫০ হাজার টাকা, হাজীগঞ্জ ডিগ্রী কলেজ রোডের ইকবাল এন্ড বাদ্রাস এর চার প্রতিষ্ঠানকে ৫০ হাজার করে ২ লক্ষ টাকা, ডাকাতিয়া নদীর সেতুর দক্ষিণ পাড়ে বালুমহালে মিলন চৌধুরীকে ১ লক্ষ আর আক্তার হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
আদালত পরিচালনা করা সময় উপস্থিত জনতার মাঝে স্বস্তির নিশ্বাস ফেলতে দেখা যায়। সবাই হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদুল ইসলাম তানজীর কে ধন্যবাদ জানান এবং বলাখাল-রামচন্দ্রপুর সড়কে সড়ক দখল করে রাখা বালুমহাল গুলোতেও অভিযান পরিচালনা করার প্রত্যয় ব্যক্ত করেন।
আদালত পরিচালনার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে চাঁদপুর পরিবেশ অধিদপ্তরে কর্মকর্তা হান্নান, হাজীগঞ্জ থানার এসআই আজিজ শেখ ও সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.