মোহাম্মদ দেলোয়ার হোসেন,নোয়াখালী প্রতিনিধি,দৈনিক শিরোমণিঃ
হাতিয়ায় ৪ দিনব্যাপী পুকুরে দেশী এবং কার্প জাতীয় মাছের পরিকল্পিত চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ জুন) সকালে নোয়াখালী জেলার বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়ায়,স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী (জাইকা) এবং উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (UGDP) সহায়তায়,ও উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে,উপজেলা পরিষদ সভাকক্ষে ৪ দিনব্যাপী পুকুরে দেশী এবং কার্প জাতীয় মাছের পরিকল্পিত চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।প্রশিক্ষণ উদ্ধোধন করেন,হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.ইমরান হোসেন।এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য অফিসার অনিল চন্দ্র দাস, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর মোঃ ইসমাঈল হোসেন সহ সাংবাদিকগণ। এ প্রশিক্ষণের হাতিয়া দ্বীপের বিভিন্ন ইউনিয়ন থেকে আসা মোট ৪০ জন প্রশিক্ষনার্থী অংশ গ্রহণ করেন।প্রশিক্ষণে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.ইমরান হোসেন বলেন,এই প্রশিক্ষণে যারা অংশ গ্রহণ করেছে তারা প্রশিক্ষণ শেষে বাড়ী গিয়ে মাছ চাষ করে অনেক লাভবান হবে এবং বেকারত্ব দূর হবে বলে মনে করি আমি।
২২ views