রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || সোমবার | ২৫ নভেম্বর ২০২৪ | ১০ অগ্রহায়ণ ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
হাতিয়া বঙ্গোপসাগরে বিকল হওয়া জাহাজের ১২ কুরু উদ্ধার
নোয়াখালী প্রতিনিধি,দৈনিক শিরোমণিঃ ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে হাতিয়ার ভাসানচর সংলগ্ন বঙ্গোপসাগরে বিকল হওয়া পাথর বোঝাই এম ভি সানভ্যালি ৪ জাহাজের ১২ কুরু অক্ষত উদ্ধার করেছে বাংলাদেশ বিমান বাহিনীর দুটি হেলিকপ্টার।বুধবার (২৬ মে) দুপুর ১টার দিকে হাতিয়া দ্বীপের ভাসানচর সংলগ্ন বঙ্গোপসাগর থেকে তাদের উদ্ধার করা হয়। এর আগে, গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে চট্রগাম থেকে ঢাকার হাছনাবাদ যাওয়ার পথে পাথর বোঝাই জাহাজটি হাতিয়ার ভাসানচর সংলগ্ন বঙ্গোপসাগর এলাকায় পৌঁছলে সাগরের পানির প্রচন্ড চাপে জাহাজের বিম,হলকা, তেরফাল ভেঙ্গে ভেতরে ঢুকে জাহাজটি বিকল হয়ে পড়ে।এম ভি সানভ্যালি ৪ জাহাজের ড্রাইভার মো.আশরাফুল আলম এ সব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন,জাহার বিকল হয়ে পড়লে আমরা পানি কম দেখে জাহাজ নিরাপদে এংকর করি। জাহাজকে নিরাপদে রেখে দুর্ঘটনার খবর সংশ্লিষ্টদের জানালে দুপুর ১টার বিমান বাহিনীর দুটি হেলিকপ্টার ১২জন ক্রকে অক্ষত অবস্থায় উদ্ধার করে। তিনি আরো জানান, জাহাজ এখনো নিরাপদ অবস্থায় রয়েছে।এ বিষয়ে জানতে ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মাহে আলমকে একাধিক ফোন করলে তিনি ফোন রিসিভ করেননি।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.