মাদক মামলায় প্রায় এক মাস কারাগারে ছিলেন চিত্রনায়িকা পরীমণি। গত ১ সেপ্টেম্বর কারাগার থেকে জামিনে মুক্ত হওয়ার পর গত দুইদিন আগে প্রথমবারের মতো ‘মুখোশ’ নামে একটি সিনেমার শুটিংয়ে কাজ শুরু করেন তিনি। কিন্তু রোববার বিকালে অসুস্থতার কারণে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে যান তিনি। পরীমণি নিজেই তার ফেসবুকে এ তথ্য জানিয়েছেন।
তিনি রোববার বিকালে ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করেন। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান তিনি।। ছবির ক্যাপশনে নায়িকা লিখেছেন, ‘এই একটার সঙ্গে আমার কোনো ব্রেকআপ নাই।’
এর আগে পরীমণি নিজেই গণমাধ্যমকে জানিয়েছিলেন, তিনি কয়েক দিন ধরে ঠাণ্ডাজনিত সমস্যায় ভুগছেন। জ্বরও আছে। তার অনেক দিন ধরে ভার্টিগো (মস্তিষ্কে পীড়া হয় এবং ভারসাম্যহীনতা তৈরি হয়) রোগ আছে। এই রোগের চিকিৎসার জন্য ভারতে গিয়েও চিকিৎসা নিয়েছেন এই নায়িকা।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]