ভারতের দারুল উলুম দেওবান্দও দুই বছর আগে গো হত্যা না করার আহ্বান জানিয়েছিল। এছাড়া আসামের জামায়েত উলেমা হিন্দও গরু কোরবানি না করার বিষয়ে মতামত দিয়েছিলইসলাম ধর্মে পশু হত্যার অনুমোদন নেই জানিয়ে আসন্ন ঈদ-উল-আজহায় গরু কোরবানি না করার আহ্বান জানিয়েছেন অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের প্রধান ও ভারতীয় পার্লামেন্ট মেম্বার বদরুদ্দিন আজমল।হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে আজমলকে উদ্ধৃত করে বলা হয়েছে, হিন্দুধর্মাবলম্বীরা গরুকে মায়ের সম্মান দেয়। এই কারণে এই মুসলিম নেতা গরু কোরবানি না করার আহ্বান জানিয়েছেন। তার আহ্বানকে স্বাগত জানিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ।বদরুদ্দিন আজমল জানান, ভারতে নানা ধর্ম, জাতি, গোত্রের মানুষ বাস করেন। এই দেশে সনাতন ধর্মের মানুষেরা “গরু”কে পবিত্র হিসাবে মনে করেন। তাই তিনি এই পশু হত্যা না করার আহ্বান জানান।তিনি দাবি করেন, ভারতের দারুল উলুম দেওবান্দও দুই বছর আগে গো হত্যা না করার আহ্বান জানিয়েছিল। এছাড়া আসামের জামায়েত উলেমা হিন্দও গরু কোরবানি না করার বিষয়ে মতামত দিয়েছিল।বদরুদ্দিন আজমলের এই আহ্বানকে স্বাগত জানিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ। সংগঠনের নেতা বিনোদ বনশল হিন্দুস্তান টাইমসকে জানান, “মুসলমান নেতাদের গো হত্যা বন্ধের বিষয়ে কার্যকরী পদক্ষেপ নেওয়া দরকার।”উল্লেখ্য, কট্টরপন্থী হিন্দুত্ববাদী ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ক্ষমতায় আসার পর থেকে গো হত্যাকে কেন্দ্র করে ভারতে নানা ধরনের ঘটনা ঘটেছে। গরুর মাংস গাড়িতে রাখার দায়ে পিটিয়ে হত্যার মতো ঘটনাও ঘটেছে।