মুক্তমুক্তাগাছা ( ময়মনসিংহ) প্রতিনিধি,দৈনিক শিরোমণিঃ
ময়মনসিংহের মুক্তাগাছায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘হৃদয়ে মুক্তাগাছা’ কর্তৃক আয়োজিত অনলাইন চিত্রাংকন, হামদ ও নাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার (১৬ মে) বিকেলে সংগঠনটির এক বছর পূর্তি উপলক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। চিত্রাঙ্কন, হামদ ও নাত প্রতিযোগিতার অনলাইনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগিরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। অনলাইনে কোরআন তিলাওয়াত, হামদ এবং নাত পরিবেশন করেন তাঁরা। পরে সকলের মধ্য থেকে বিজয়ী বাছাই করা হয়। গত রবিবার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সংগঠনটির উপদেষ্টা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের অধ্যাপক ড. হীরা সোবাহান। পুরস্কার বিতরণ শেষে সংগঠনটির পরবর্তী এক বছরের জন্য ৫২ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন তিনি।