সারোয়ার হোসেন,তানোর প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ রাজশাহীর জেলা পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার) ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সনাতন চক্রবর্তীর দিক নির্দেশনায়, রাজশাহী ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ খাইরুল ইসলামের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (নিঃ) আতিকুর রেজা সরকার ও পুলিশ পরিদর্শক (নিঃ) মুহাম্মদ রুহুল আমিনসহ সঙ্গীয় অফিসার-ফোর্সের সহযোগীতায় ইয়াবা ও হেরোইন সহ কুখ্যাত মাদক ব্যবসায়ী একরাম আলী ও তার স্ত্রী শরিফা বেগমকে গ্রেফতার করেন জেলা ডিবি পুলিশ।চলতি মাসের (২১ জুন) সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে তানোর পৌর এলাকার ঠাকুর পুকুর গ্রামে জেলা ডিবি পুলিশ অভিযান চালিয়ে একরাম আলী ও তার স্ত্রী শরিফা বেগমকে ভাড়া বাসা থেকে মাদক কেনা-বেচার সময় হাতে নাতে গ্রেফতার করে জেলা ডিবি পুলিশ। এসময় মাদক ব্যবসায়ী একরাম আলীর বাড়ি থেকে ২০পিচ ইয়াবা ও ৫০গ্রাম হেরোইন (যাহার আনুমানিক মূল্য ৫,০৬,০০০/- টাকা) এবং মাদক বিক্রয়ের নগদ ৩৫,০০০হাজার টাকা উদ্ধার করা হয়। রাজশাহী ডিবি পুলিশের অফিসার ইনচার্জ ওসি খায়রুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে তানোর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আসামীদের জেল হাজতে পেরন করা হয়েছে।
১ view