এস এ ডিউক ভূঁইয়া-তিতাস
(কুমিল্লা)প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনায় দিন ব্যাপী প্রাণীসম্পদ প্রদর্শনী মেলা উদ্বোধন করা হয়েছে।উপজেলা প্রাণীসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে শনিবার হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে মেলার উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয় ।এতে স্থানীয় সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উদ্বোধন করেন।জানা গেছে,মেলায় ৩২ টি স্টল অংশ গ্রহণ করেন।এতে মেলায় কবুতর উন্নত জাতের গাভী,গরু ,ষাড়,ছাগল,গাড়ল,বানর,বাছুর,বিভিন্ন প্রজাতির পাখি ও দুগ্ধ জাত পন্য প্রদর্শনী করা হয়।হোমনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমন দে এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন হোমনা উপজেলা পরিষদের চেয়ারম্যান রেহেনা বেগম।কবি দেলোয়ারের সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌর মেয়র এ্যাড. মো.নজরুল ইসলাম,ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার,মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রিনা,হোমনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবুল কায়েস আকন্দ, উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডা. সৈয়দ মো. নজরুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগের যুগ্ন- সম্পাদক গাজী ইলিয়াছ,সদস্য মাহবুব খন্দকার,বীর মুক্তিযোদ্ধা খন্দকার হুমায়ন কবির,পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন,
ইউপি চেয়ারম্যান তাইজুল ইসলাম মোল্লা,সাংবাদিক কামাল হোসেন,আক্তার হোসেন ও খামারি রেহেনা পারভীন প্রমুখ।পরে মেলার খামারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।