এস এ ডিউক ভূঁইয়া
-তিতাস(কুমিল্লা)প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনায় পাগলা কুকুরের কামড়ে নারীসহ ৮ জন আহত হয়েছেন।সোমবার বিকেলে উপজেলার নিলখী ইউনিয়নের নিলখী,ঘারমোড়া ইউনিয়নের ছোট ঘারমোড়া,ও মিশ্বিকারী গ্রামে এ ঘটনা ঘটে। আহত-রা হলেন- নিলখী ইউনিয়নের নিলখী গ্রামের সরাফত আলীর ছেলে মো. জুলহাস(৫০), জহুর উদ্দিনের ছেলে মো. ইসমাইল(৪০),
মোস্তফা মিয়ার স্ত্রী ফজিলতের নেছা(৫৫),মৃত হাসমত আলীর ছেলে ময়নাল মিয়া(৩০), মো. রফিকুল ইসলামের ছেলে মো. সাইফুল ইসলাম(১৭) মো.তোফাজ্জল হোসেনের স্ত্রী বেলাতন নেছা(৫০),এছাড়া ঘারমোড়া ইউনিয়নের ছোট ঘারমোড়া গ্রামের সুমন মিয়ার ছেলে ফাহিম(১০)ও মিশ্বিকারী গ্রামের ইউসুফ আলীর ছেলে মো.সাব মিয়া।শেষ খবর পাওয়া পর্যন্ত কুকুরটিকে মারতে পারেনি।এনিয়ে চরম আতঙ্কের মধ্যে রয়েছে এলাকাবাসী।আহতদের হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।জুলহাস মিয়ার হাতের আঙ্গল কেটে যাওয়ায় তাকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।স্থানীয়-রা জানান, সোমবার বিকাল ৩ টার দিকে একটি পাগলা কুকুর ছোটাছুটি করতে থাকে।এক পর্যায়ে কুকুরটি উপজেলার নিলখী,ছোট ঘারমোড়া,
মিশ্বিকারী গ্রামের নারীসহ ৮ জনকে কামড়িয়ে আহত করে।হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা.মাহবুবুর রহমান জানান,কুকুরের কামড়ে আহত ৮ জনকে চিকিৎসা দেওয়ার পর জলাতঙ্কের টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে।একজনকে ঢাকায় রেফার করা হয়েছে। কুকুরের কামড়ে তার হাতের আঙ্গুল বিচ্ছন্ন হওয়া পথে।