রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || শনিবার | ২৩ নভেম্বর ২০২৪ | ৮ অগ্রহায়ণ ১৪৩১ | ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
হোমনায় লকডাউনে’হাড়িঁর খোঁজে বাড়ি”মানবিক সহায়তা
এস এ ডিউক ভূঁইয়া-তিতাস(কুমিল্লা)প্রতিনিধি,দৈনিক শিরোমণিঃ
কুমিল্লার হোমনায় করোনার ২য় ধাপ মোকাবেলায় চলমান লকডাউনে নব মুসরিম ও অসহায় মানুষের মাঝে মানবিক সাহায়্য অব্যহত রেখেছে মানিবক সংস্থা" হাঁড়ির খোঁজে বাড়ি"।৮ এপ্রিল বৃহস্পতিবার হাঁড়ির খোঁজে বাড়ির উদ্যোগে হোমনা পৌরসভার বাগমারা গ্রামের নব মুসলিম আবদুল্লাহকে মানবিক সাহায়্য হিসেবে এক বস্তা চাল ও চা বিক্রেতা মতিউর রহমানকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।জানা যায় নব মুসলিম আবদুল্লাহ গত রবিবার আদালতে হলফনামা দিয়ে স্বেচ্ছায় ইসলাম ধর্মগ্রহণ করে তপন চন্দ্র দাস নাম পরিবর্তন করে আবদুল্লাহ রেখেছেন।অপর দিকে মো. মতিউর রহমান ফেরি করে চা বিক্রি করে সংসার চালায়।লকডাউনে তাঁর সংসার চালাতে কষ্ট হচ্ছে,এমন সংবাদ পেয়ে তাঁকে এখাদ্য সহায়তা প্রদান করা হয়।হোমনা প্রেসক্লাবের সভাপতি আবদুল হক সরকার,সাংগঠনিক সম্পাদক ও হাঁড়ির খোঁজে বাড়ির প্রতিষ্ঠাতা পরিচালক আবদুছ সালাম ভূইয়া,উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আক্তার হোসেন,আইন সহায়তা কেন্দ্রের সভাপতি অ্যাডভোকেট মো.আলাউদ্দিন (ঢাকা জজ কোর্ট),হোমনা প্রেসক্লাবের যুগ্ন- সাধারণ সম্পাদক মো. আইয়ুব আলী,স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আবুল কালাম আজাদ, উপজেলা তাঁতীলীগের সভাপতি মো.হাসান ভূইয়া,সাধারণ সম্পাদক মো.কবির হোসেন,মো. জাকির হোসেন মাস্টার,মো. হুমায়ন কবির হোসেন, সাংবাদিক মো.মনিরুজ্জামান ও মো.রকিবুল ইসলাম এসময় উপস্থিত ছিলেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.