২১ আগস্ট গ্রেনেড হামলা ছিল বিএনপির রাষ্ট্রীয় সন্ত্রাস। এ অপকর্মের জন্য বিএনপিকে জাতির কাছে ক্ষমা চাওয়া উচিৎ। কুষ্টিয়ায় গড়াই নদীর ভাঙন পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।
শনিবার দুপুর পৌনে ২টায় কুষ্টিয়ার হরিপুরে গড়াই নদীর ভাঙন কবলিত স্থান পরিদর্শন করেন তিনি। এছাড়াও তিনি কুষ্টিয়ায় আরো কয়েকটি কর্মসূচিতে যোগ দেন।
নদী ভাঙন প্রসঙ্গে হানিফ বলেন, পানি উন্নয়র বোর্ড জিও ব্যাগ ফেলে প্রতিরোধে কাজ করছে। যেখানে ভাঙা
শুরু হবে প্রতিরোধে দ্রুত কাজ করা হবে।
করোনার টিকা প্রসঙ্গে হাানিফ বলেন, এরই মধ্যে কুষ্টিয়ার ১০ ভাগ মানুষ টিকা পেয়েছে। তিনি বলেন, টিকার
কোনো সংকট হবে না। বিভিন্ন সোর্স থেকে টিকা আমদানি হচ্ছে। আগামী ডিসেম্বরের আগেই ৬ থেকে ১০ কোটি
টিকা বাংলাদেশে আসবে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]