ঝিনাইদহ প্রতিনিধি
১০ ঘণ্টা পর মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে খুলনার সঙ্গে ঢাকার ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। কোটচাঁদপুরের স্টেশন ম্যানেজার গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করে জানান, ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন এসে লাইনচ্যুত বগি উদ্ধার করলে মঙ্গলবার দুপুর ১২টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এর আগে সোমবার দিবাগত রাত ২টার দিকে ঝিনাইদহের কোটচাঁদপুরে মালবাহী দুই ট্রেনের সংঘর্ষে তিনটি বগি লাইনচ্যুত হলে খুলনার সঙ্গে ঢাকা ও উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
ওই দুর্ঘটনার খবর পেয়ে কোটচাঁদপুর দমকল বাহিনীর সদস্যরা রাতেই সেখানে ছুটে যান। তারা প্রাথমিক উদ্ধার কাজে অংশ নেন।
এ রুটে পার্বতীপুর থেকে তেলবাহী ট্রেন ও যশোর নোয়াপাড়া থেকে পণ্যবাহী ট্রেন চলাচল করছিল। ট্রেন দুটি সিগন্যাল অমান্য করলে রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এদিকে লাইন থেকে বগি পড়ে যাওয়ায় বিপুল পরিমাণ ডিজেল এলাকায় ছড়িয়ে পড়েছে। তবে ওই দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]