১১ আগস্ট থেকে ৫৭ জোড়া ট্রেন চলাচল করবে। এরম ধ্যে ৩৮ জোড়া আন্তঃনগর ও ১৯ জোড়া মেইল-কমিউটার। টিকিট পাওয়া যাবে অনলাইনে।
রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন জানান, স্বাস্থ্যবিধি মেনে এবারও ৫০ শতাংশ টিকিট বিক্রি করা হবে। কাউন্টার বন্ধ থাকবে। পুরোটাই দেওয়া হবে অনলাইনে।
এর আগে গেল মঙ্গলবার সচিবালয়ে করোনা পরিস্থিতি নিয়ে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকের পর মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, করোনার মধ্যে চলমান কঠোর বিধিনিষেধ আগামী ১০ আগস্ট পর্যন্ত বাড়িয়েছে সরকার। আগামী ১১ আগস্ট থেকে সারাদেশের খুলে দেওয়া হবে দোকানপাট। সীমিত পরিসরে রোটেশন করে যানবাহন চলবে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]