১২ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ফেরি চলাচল শুরু হয়েছে।
শনিবার রাত সাড়ে ১০টার দিকে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে দুর্ঘটনার আশঙ্কায় ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। পাটুরিয়া প্রান্তে ছোট-বড় মিলিয়ে ৫ শতাধিক যানবাহন পাড়ের অপেক্ষায় রয়েছে।
ফেরিঘাট কর্তৃপক্ষ জানায়, গত কয়েকদিন ধরে প্রায় সময় ঘন কুয়াশায় ফেরি চলাচল বন্ধ রাখতে হচ্ছে। ঘন কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় শনিবার রাতে মাঝ পদ্মায় ফেরি আটকা পড়ে। নৌপথে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।
এদিকে ঘন কুয়াশার কারণে বন্ধ রয়েছে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল। মাঝনদীতে আটকা পড়েছে ৫টি ফেরি। উভয় পাড়ে পারাপারের অপেক্ষায় আছে ৬'শর বেশি যানবাহন। তীব্র শীতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রী ও যানবাহন সংশ্লিষ্টরা।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]