স্পোর্টস ডেস্ক
ডাচ ফুটবল লিগ ইরেদিভিসির ইতিহাসে নিজেদের সবচেয়ে বড় জয় পেয়েছে আয়াক্স। পয়েন্ট তালিকায় ১১তম স্থানে থাকা ভিভিভি-ভেনলোকে ১৩-০ গোলে উড়িয়ে দিয়েছে এরিক টেন হাগের শিষ্যরা।
চ্যাম্পিয়নস লিগে লিভারপুলের বিপক্ষে ১-০ গোলের পরাজয়ের ক্ষত নিয়ে মাঠে নেমেছিল আয়াক্স। অলরেডদের বিপক্ষে হারের শোধ তারা তুললো দ্বিতীয়ার্ধে ১০ জনের দল হয়ে পড়া ভেনলোর বিপক্ষে।
এর আগে আয়াক্স নিজেদের ইতিাহসে সবচেয়ে বড় জয় পেয়েছিল ১৯৭২ সালে। সেবার ডাচ চ্যাম্পিয়নরা ১২-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছিল ভিটেস্সে’কে।
ভেনলোর মাঠে একাই ৫ গোল করেছেন আয়াক্সের টিনেজ ফরোয়ার্ড লাস্সিনা ট্রাওরে। জোড়া গোল করেছেন ২০ বছর বয়সী ইয়ুর্গেন এক্কেলেনকেম্প ও ৩৭ বছর বয়সী হান্টেলার। একটি করে গোল করেছেন ডুসান টাডিচ, অ্যান্তনি, ড্যালি ব্লাইন্ড এবং লিসান্দ্রো মার্তিনেস।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]