বৈঠকে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন ১৪ দলের নেতারা। ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধনের দিনটি ঢাকাসহ সারা দেশে উদ্যাপনের পরিকল্পনা নিয়েছে সরকার। এই উদ্যাপনে ১৪ দলের শরিক দলগুলোর নেতা-কর্মীদের সাধ্যমতো শামিল হওয়ার আহ্বান জানায় আওয়ামী লীগ।
বৈঠক সূত্র জানিয়েছে, একাধিক শরিক দলের নেতা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তাঁরা বলেন, সরকার যত ভালো কাজই করুক না কেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না এলে মানুষ বিক্ষুব্ধ হয়ে উঠবে। এর সুযোগ নেবে বিরোধী দলগুলো।
বৃহস্পতিবার সচিবালয়ে এক অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, দেশের চার থেকে পাঁচ কোটি মানুষের ক্রয়ক্ষমতা ইউরোপের সমপর্যায়ের। তিনি আরও বলেন, বড় গ্রুপগুলো চাল কিনে প্যাকেট করছে। উদাহরণস্বরূপ যে চাল বাজারে ৫০ টাকা, সেটি শুধু প্যাকেট করে ৭০ থেকে ৭৫ টাকায় বিক্রি করা হচ্ছে। তারা গ্রাহক পাচ্ছে বলেই বিক্রি করতে পারছে।
এ বিষয়েও ১৪ দলের বৈঠকে আলোচনা হয়েছে। শরিক দলের পাশাপাশি আওয়ামী লীগের কোনো কোনো নেতা এ বক্তব্যের সমালোচনা করেন বলে সূত্র জানায়।