রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || বুধবার | ২৭ নভেম্বর ২০২৪ | ১২ অগ্রহায়ণ ১৪৩১ | ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
১৬ জুন বাংলাবিদ জন সাব্বির রানা’র ১৮তম জন্মদিন
জেমস আব্দুর রহিম রানা যশোর জেলা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
আকাশ তুমি সরে দাঁড়াও, আমি মাথা তুলে দাঁড়াবো----- জন সাব্বির রানা।
সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি) এর যশোর জেলা সমন্বয়কারী, প্রথম শ্রেণির বাংলা পত্রিকা 'দৈনিক নাগরিক ভাবনা'র যশোর জেলা প্রতিনিধি, দৈনিক একাত্তর বার্তা, সাপ্তাহিক পল্লীকথা, প্রথম শ্রেণির অনলাইন নিউজ পোর্টাল নিউজ ভিশন, দৈনিক মুক্ত আলো ও এবিসি বাংলা ৭১ ডটকম এর সিনিয়র স্টাফ রিপোর্টার জেমস আব্দুর রহিম রানা'র বড় সন্তান ২০১৮ সালের ইস্পাহানী মির্জাপুর - চ্যানেল আই এর নির্বাচিত বাংলাবিদ জন সাব্বির রানা'র জন্মদিন আজ। ২০০৩ সালের ১৬ জুন যশোরের মনিরামপুর উপজেলার খাকুনদি গ্রামের সাংবাদিক জেমস আব্দুর রহিম রানা ও রূহানী চার্চ বাংলাদেশ ট্রাস্টের নির্বাহী পরিচালক সেলিনা খাতুন নয়মীর ঘর আলো করে পৃথিবীর মুখ দেখেছিল তাদের আদরের প্রথম সন্তান জন সাব্বির রানা। অসাধারণ মেধাবী ও বুদ্ধিমত্তার সাথে বেড়ে ওঠা সন্তান জন সাব্বির রানা খুলনার ঐতিহ্যবাহী রূপসা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে অধ্যায়নকালে ২০১৮ সালে ইস্পাহানী মির্জাপুর - চ্যানেল আই খুলনার করোনেশন গার্লস স্কুলে আয়োজিত বাংলাবিদ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে অদম্য মেধাবী হিসেবে নির্বাচিত হয়। তার পিতা সাংবাদিক জেমস আব্দুর রহিম রানা বলেন, দিনটি আমার ব্যক্তি জীবনের জন্য একটি স্মরণীয় দিন। সে যখন ভূমিষ্ঠ হয় আমি তখন বাংলাদেশ বেতার খুলনা এর একজন তালিকাভুক্ত কথক হিসেবে বেতার ভবনের রেকর্ডিং স্টুডিওতে জীবনের প্রথম একটি অনুষ্ঠানে সরাসরি কন্ঠ দিচ্ছিলাম। তিনি বলেন, সে ছোটবেলা থেকেই অন্যদের চেয়ে একটু ভিন্ন মানসিকতার মানুষ। দরিদ্র মানুষকে দান করতে পারলে সে আনন্দিত হয়। নিজের পোষাক, খাতা কলম এমনকি বই পর্যন্ত দরিদ্র সহপাঠীদের দান করে দিয়ে আসে। সে এখন থেকেই স্বপ্ন দেখে নিজের প্রচেষ্টায় ভবিষ্যতে একটি অনাথ আশ্রম গড়ে তোলার। বিশ্বব্যাপী চলমান দূর্যোগ করোনা মোকাবেলায় নিজ উদ্যোগে মাক্সসহ করোনা প্রতিরোধক সামগ্রী বিতরণ, জনসচেতনা মূলক প্রতিবেদন লেখা ও লিফলেট বিতরণ করে ইতোমধ্যেই সে নিজেকে একজন সচেতন করোনা যোদ্ধা হিসেবে সমাজে পরিচিতি লাভ করাতে সক্ষম হয়েছে। আজ তার ১৮ তম জন্মদিনে আমি তার সকল স্বপ্ন বাস্তবায়নসহ তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় আমাদের পরিবারের পক্ষ থেকে সকলের কাছে আশীর্বাদ কামনা করছি।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.