বাংলাদেশের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে খেলতে আগামী ১৬ মে ঢাকায় আসছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। করোনা মহামারির দ্বিতীয় ঢেউয়ের মধ্যে আসছে তারা। তবে বাংলাদেশ সফরে আসার অপেক্ষায় থাকা শ্রীলঙ্কা দলের জন্য কোয়ারেন্টিন নীতিমালা শিথিলই থাকছে। সম্প্রতি বাংলাদেশ দল যেমন শ্রীলঙ্কা সফরে গিয়ে তিন দিনের রুম কোয়ারেন্টিন করেছে, একই ব্যবস্থা এবার সফরকারীদের জন্যও।
তিন দিন রুমে বন্দি থাকার পর বায়ো বাবল বা জৈব সুরক্ষা বলয়ে থেকে অনুশীলনও শুরু করতে পারবে লঙ্কানরা। সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। প্রতিটি ম্যাচই দিবারাত্রির।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামসংলগ্ন একাডেমি মাঠে দুই দিন অনুশীলনের পর ২১ মে একটি প্রস্তুতি ম্যাচও খেলবে শ্রীলঙ্কা দল। এই ম্যাচটি হবে সাভারের বিকেএসপিতে। সিরিজের প্রথম ওয়ানডে ২৩ মে। পরের দুটি ম্যাচ ২৫ ও ২৮ মে। করোনাকালে ওয়েস্ট ইন্ডিজের পর এটি হতে যাচ্ছে দ্বিতীয় কোনো দলের বাংলাদেশ সফর।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]