1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৯:৪৫ পূর্বাহ্ন

২০ কিলোমিটার পায়ে হেঁটে টিকা নিলেন শিক্ষার্থীরা

ইশরাত মোঃ শাহ জাহান, মহেশখালী কক্সবাজার প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
  • আপডেট : মঙ্গলবার, ১১ জানুয়ারি, ২০২২

ইশরাত মোঃ শাহ জাহান, মহেশখালী কক্সবাজার প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ দেশের প্রথম ও একমাত্র ডিজিটাল আইল্যান্ড হিসেবে খ্যাত দ্বীপ উপজেলা মহেশখালীতে এসি রুমের সংকট থাকায় ২০ কিলোমিটার পায়ে হেঁটে করোনা টিকা নিতে প্রায় ৫’শ শিক্ষার্থীদের।বর্তমান সরকারের সর্ববৃহৎ মেগা প্রকল্প কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র ও গভীর সমুদ্র বন্দরের কাজ চলছে এ-ই দ্বীপে। কিন্তু ভাগ্য ফিরেনি স্থানীয় বাসিন্দাদের। দ্বীপের অনগ্রসর ও সুবিধাবঞ্চিত একটি ইউনিয়ন হলো ধলঘাটা। স্থানীয় নাগরিকরা দীর্ঘ সময় ধরে নানান প্রতিকূলতা মোকাবেলা করে জীবনযাপন করে আসছে এ-ই ইউনিয়নে।চলমান মহেশখালী উপজেলায় ১৮ হাজার শিক্ষার্থীদের করোনা টিকা প্রদান কর্মসূচির আওতায় ধলঘাটা ইউনিয়নের একটি উচ্চ বিদ্যালয়, একটি দাখিল ও একটি আলিম মাদ্রাসার শিক্ষার্থীরা টিকার আওতায় এসেছে।০৯ জানুয়ারি (রবিবার) সকাল থেকে পার্শ্ববর্তী মাতারবাড়ী ইউনিয়নের সিএনজি স্টেশন সংলগ্ন রশিদ মার্কেটের অস্থায়ী টিকা প্রদান কেন্দ্রে তাদের টিকা কার্যক্রম শুরু হয়। ও-ই টিকা কেন্দ্রে ধলঘাটা ইউনিয়নের শিক্ষার্থীদের টিকা প্রদান করা হয়। দশ কিলোমিটার পথ পায়ে হেঁটে টিকা কেন্দ্রে গিয়ে আবারও দশ কিলোমিটার পায়ে হেঁটে বাড়ি ফিরেছে ধলঘাটার শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করে।মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা যায়, ধলঘাটা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৩৪৭ জন শিক্ষার্থী, ধলঘাটা বদরুল উলুম দাখিল মাদ্রাসার ১৪০ জন শিক্ষার্থী এবং মহুরীঘোনা মোহাম্মদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার ২৪৭ জন শিক্ষার্থী সহ মোট ৭৩৪ জন শিক্ষর্থীকে টিকার আওতায় এনে প্রায় সাড়ে ৫’শ শিক্ষার্থীকে টিকা দেয়া হয়েছে।আগামী সপ্তাহের মধ্যে বাকি ২’শ শিক্ষার্থীকে টিকা প্রদান করা হবে।নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষক বলেন, ধলঘাটা থেকে মাতারবাড়িতে টিকা নিতে আসা খুবই কষ্টকর। ছোট ছোট শিক্ষার্থীদের প্রায় ২০ কিলোমিটার পায়ে হেঁটে যাতায়াত করতে হয়েছে। অনেক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। ধলঘাটার দুরত্ব ও যাতায়াতের সীমাবদ্ধতা বিবেচনা করে এখানে টিকা কেন্দ্র স্থাপন জরুরি ছিল।উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকতা ডাক্তার মাহফুজুল হক বলেন, ‘ শিক্ষার্থীদের কে ফাইজার টিকা দেওয়া হচ্ছে। ফাইজারের টিকা এসি গাড়িতে পরিবহন করে এসি রুম সংরক্ষণ রাখতে হয়। এসি গাড়ি ও রুমের অভাবে ধলঘাটায় কেন্দ্র করা যায়নি।’এদিকে অভিভাবকদের দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আন্তরিক হলে ধলঘাটার পাশে মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের এসি রুমে টিকা কেন্দ্র স্থাপন করা যেত। কেননা, প্রকল্পের শ্রমিকদের সেখানে টিকা দেয়া হয়েছে। আর শিক্ষার্থীদের দেয়া হচ্ছে প্রায় ১০ কিলোমিটার দূরে। এটি চরম বৈষম্যের বহিঃপ্রকাশ বলে দাবি করেন তারা।এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ও সমালোচনার ঝড় উঠছে।এ বিষয়ে জানতে চাইলে ধলঘাটার ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম বলেন, ‘টিকা পরিবহন ও সংরক্ষণে এসি গাড়ি ও কক্ষ লাগে। যা ধলঘাটায় নেই। আর রাস্তাঘাট গাড়ি চলার উপযোগী নয় বিধায় এই সমস্যার সৃষ্টি হয়েছে। যারা টিকা নেয়নি তাদের কালারমারছড়া থেকে টিকা নিতে হবে। তাদের যাতায়াতের জন্য বোটের ব্যবস্থা করেছি।

Facebook Comments
১৬ views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি