২০০৪ সালে ২১শে আগস্ট বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টায় চালানো ভয়াবহ গ্রেনেড হামলাকারীদের ফাঁসির দাবিতে গোপালপুরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকাল তিনটায় উপজেলার মির্জাপুর ইউনিয়নের বড়শিলা উচ্চ বিদ্যালয় মাঠে ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে, উক্ত ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নূরু মিয়ার সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সাংসদ ছোট মনির।
বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এডভোকেট শামছুল আলম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক,টাঙ্গাইল জেলা চেম্বার অব কমার্সের মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনি, বিশিষ্ট আইনজীবী আঃ গফুর, পৌর আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম রফিক, ইউপি চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন, আব্দুল হাই, উপজেলা যুবলীগ সভাপতি আরিফুল ইসলাম তালুকদার, ছাত্রলীগ আহ্বায়ক শফিকুল ইসলাম শফিকসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও মহিলালীগের নেতৃবৃন্দ।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বিভীষিকাময় ২১শে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের প্রতি বিনম্র শ্রদ্ধাসহ দোয়া মাহফিল এবং হামলার অন্যতম পরিকল্পনাকারী তারেক জিয়া, তৎকালীন চারদলীয় জোট সরকারের সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, বিএনপি নেতা হারিছসহ সকল আসামীদের দ্রুততার সাথে ফাঁসির দাবী করেন।
২০০৪ সালের ২১শে আগস্ট ঢাকায় আওয়ামী লীগের এক জনসভায় গ্রেনেড হামলা, যে হামলায় ২৪ জন নিহত হয় এবং তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা সহ প্রায় ৩০০ লোক আহত হয়। এই হামলায় নিহতদের মধ্যে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নারী নেত্রী মিসেস আইভি রহমান অন্যতম, যিনি বাংলাদেশের ১৯তম রাষ্ট্রপতি প্রয়াত জিল্লুর রহমানের স্ত্রী।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]