রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || সোমবার | ২৫ নভেম্বর ২০২৪ | ১০ অগ্রহায়ণ ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
২১ বছর পরে আবার সড়ক দুর্ঘটনায় এমপি দবিরুল ইসলাম
মাসুদ রানা লেমন, ঠাকুরগাঁও প্রতিনিধি : সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব দবিরুল ইসলাম। মঙ্গলবার (১১ জানুয়ারি) বিকেল ৪টার দিকে বালিয়াডাঙ্গীতে একটি ভ্যানকে সাইড দিতে গিয়ে সড়কের পাশের খাদে পড়ে তিনি সামান্য আহত হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সংসদ সদস্যের বড় ছেলে ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সুজন বলেন, ‘বাবা বিকেলে বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর থেকে পাড়িয়া যাওয়ার পথে গাড়িটি দুর্ঘটনার শিকার হয়। এতে তিনি সামান্য আহত হন। পরে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
এ বিষয়ে সংসদ সদস্য দবিরুল ইসলাম বলেন, ‘হঠাৎ গাড়ির সামনে একটি ভ্যান চলে আসে। ভ্যানচালককে বাঁচাতে পেছন থেকে আমি চিৎকার দিলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি পাশের খাদে ফেলে দেন। কিছুটা চোট পেলেও এখন আমি ভালো আছি।
বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক মিঠুন চন্দ্র জানান, সংসদ সদস্যের বড় কোনো চোট ছিল না। তাই তাকে বাসায় থেকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
উল্লেখ্য যে, তিনি এর পুর্বে ১১ নভেম্বর-২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচন চলাকালে নিজ গাড়ীতে ঢাকা- বগুড়া মহা সড়কে সড়ক দুর্ঘটনায় গুরুত্বর আহত হন এবং ওই দুর্ঘটনায় তাঁর গাড়ী চালক আশা' সিংহ নিহত হন।
ঠাকুরগাঁও-২ নির্বাচনী এলাকাসহ ঠাকুরগাঁও জেলার সকলে প্রিয় নেতার দ্রুত সুস্থ্যতা কামনা করছেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.