গতকাল রবিবার (২০ নভেম্বর) ২০২২ দুপুরে কুমিল্লা নগরীর একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সাংবাদিক সম্মেলনে নিজাম উদ্দিন কায়সারের নেতৃত্বে ১০ কাউন্সিলর প্রার্থীসহ বহিস্কৃত ও অব্যাহতিপ্রাপ্ত ১১ নেতা এ আহ্বান জানান।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ১১ নেতার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করে কায়সার বলেন, ‘আমাদের জীবনের গোটা সময় বিএনপির জন্য কাজ করেছি, মাঠে থেকেছি, নিপীড়ন, নির্যাতন ও কারাভোগ করেছি। দলের সঙ্গে সব সময় ছিলাম, আছি ও থাকবো। যে কোনো মূল্যে ২৬ নভেম্বরের সমাবেশ সফল করে ঘড়ে ফিরবো আমার।
নিজাম উদ্দিন কায়সার বলেন, ‘আমরা তৃণমূল পর্যায়ে কাজ করি। আমাদের সঙ্গে তৃণমূলের নেতা-কর্মীদের গভীর সম্পর্ক রয়েছে। দেশের যে কোনো সমাবেশ থেকে কুমিল্লার সমাবেশ আরও সফল হবে।’
তিনি বলেন, এ সমাবেশকে কেন্দ্র করে কুমিল্লার পরিস্থিতি এখনও স্থিতিশীল থাকলেও পুলিশি হয়রানী রয়েছে। আমাদের নেতা-কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে পুলিশ হানা দিচ্ছে এবং কয়েকজনকে গ্রেফতার করেছে।
সাংবাদিক সম্মেলনে সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার, জেলা বিএনপির সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এস এ বারী সেলিম, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সেলিম খানসহ নেতারা উপস্থিত ছিলেন।