ডিসেম্বর মাস প্রায় শেষ হয়ে এল। কিন্তু এ বছর রাজধানী বা দেশের অন্যত্র ডিসেম্বরের হাড় কাঁপানো শীত পড়েনি। আবহাওয়া অধিদপ্তর বলছে, এ বছরের ডিসেম্বর মাসে গত বছরের চেয়ে কম শীত পড়েছে। যদিও নভেম্বরে স্বাভাবিক শীত ছিল।
শীত কম পড়ার পেছনে কয়েকটি কারণও উল্লেখ করেছেন অধিদপ্তরের আবহাওয়াবিদেরা। যদিও তাঁদের কথা, ডিসেম্বরের শেষে শীত পড়তে পারে জাঁকিয়ে। তখন শৈত্যপ্রবাহও হতে পারে কয়েকটি।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. উমর ফারুক প্রথম আলোকে বলেন, এবার নভেম্বরে বৃষ্টি না হওয়া ডিসেম্বরে কম শীত পড়ার একটি কারণ। কীভাবে? উত্তরে ফারুক বলেন, ‘সচরাচর নভেম্বর মাসে বৃষ্টি হলে তাতে জলীয় বাষ্প বৃষ্টি হয়ে ঝরে যায়। তখন বাতাসে আর জলীয় বাষ্প থাকে না। তাই আবহাওয়া শীতল থাকে। কিন্তু এবার নভেম্বর ছিল বৃষ্টিহীন। তাই জলীয় বাষ্প এখনো রয়ে গেছে। তাই শীতও কম।’
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : rural.shiromoni@gmail.com, info@shiromoni.com
Notifications