শিরোমনি ডেস্ক রিপোর্ট : গত বছরের ২৬ জুন পদ্মা সেতু যান চলাচলের জন্য খুলে দেয়া হয়। প্রথম দিনই ঢল নামে মোটরসাইকেলের। কিন্তু সেই রাতে দুর্ঘটনায় দুজনের মৃত্যু হলে পরদিন ভোর থেকে সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করা হয়।
ঈদে ঘরমুখী মানুষের দুর্ভোগ কমাতে গত ১৮ এপ্রিল একনেকের বৈঠকে মোটরসাইকেলের জন্য আবার পদ্মা সেতু খুলে দেয়ার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিষয়টি অবহিত করেন।
আজ সরেজমিনে দেখা যায়, ১০-১২ মিনিটে পদ্মা সেতু পাড়ি দিচ্ছেন মোটরসাইকেল আরোহীরা। এ বিষয়ে সেতু বিভাগের যুগ্ম সচিব মো. ভিখারুদ্দোলা চৌধুরী জানান, সকাল ৬টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত তিন হাজার মোটরসাইকেল পার হয়েছে।
শর্ত সাপেক্ষে পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলাচল করছে। সেগুলো হচ্ছে, নির্ধারিত টোল দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার গতিতে সেতু পারাপার হতে হবে। মোটরসাইকেলের জন্য নির্ধারিত টোল বুথ ও নির্ধারিত লেন ব্যবহার করতে হবে। কোনো অবস্থাতেই নির্ধারিত লেন পরিবর্তন করা যাবে না।
সেতুতে ওভারটেকও করা যাবে না। চালক ও আরোহীকে হেলমেটসহ প্রয়োজনীয় নিরাপত্তা সামগ্রী ব্যবহার করতে হবে। কোনো অবস্থাতেই সেতুর ওপর দাঁড়ানো বা ছবি তোলা যাবে না। চালকসহ সর্বোচ্চ দুজন মোটরসাইকেলে চড়তে পারবেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]