‘৩ জুন’ জাতীয় পরিচ্ছন্ন দিবস হিসেবে ঘোষণার দাবি জানিয়েছে বিডি ক্লিন। এই দাবি সামনে রেখে দেশব্যাপী ১৬৭টিম পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেছে সংগঠনটি।
শুক্রবার (৩ জুন) বিডি ক্লিনের হেড অফ আইটি অ্যান্ড মিডিয়া শরীফ মুহাম্মদ আল আমিন এ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিডি ক্লিনের কর্মীরা প্রতি শুক্রবার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে। তবে আজ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারা দেশের সকল টিম সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত একযোগে ১৬৭টি স্থান পরিষ্কার করে। এ সময় সদস্যরা ফেস্টুন হাতে নিয়ে প্রধানমন্ত্রীর প্রতি ৩ জুন দিবসটিকে ‘জাতীয় পরিচ্ছন্ন দিবস’ হিসেবে ঘোষণা করার জন্য আবেদন জানান।
সংগঠনের প্রতিষ্ঠাতা ফরিদ উদ্দিন বলেন, ‘আমরা দেশজুড়ে দেশপ্রেমী তরুণদের নিয়ে জনসাধারণের মাঝে পরিচ্ছন্নতা বিষয়ক জনসচেতনতা তৈরি করতে কাজ করে যাচ্ছি। যত্রতত্র ময়লা ফেলার অভ্যাস পরিহার ও ডাস্টবিন ব্যবহারের অভ্যাস গড়ে তুলে ময়লা-আবর্জনা বিহীন একটি সুন্দর পরিপাটি ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তুলতে চাই।’
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]