চার দফা দাবীতে পলিটেকনিক শিক্ষার্থীদের আন্দোলন এক যোগে সারা দেশের ১৫টি জেলায় পলিটেকনিক ইন্সটিটিউট এর শিক্ষার্থীরা আজ মানববন্ধন ও বিক্ষোভ করছে তারা বলেছেন যতক্ষণ পর্যন্ত তাদের দাবী মেনে নেয়া না হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার হুশিয়ারী দেন তারা। এক শিক্ষার্থীর কাছে তাদের চার দফা সমূহ কী? কী? প্রশ্ন করলে তিনি জানান ১.তারা কোন ভাবেই একবছর ইয়ার লস মানবে না।
২.১ম ৩য় ৫ম ও ৭ম পর্বের ক্লাস চালু করে শর্ট সিলেবাসে পরীক্ষা নিতে হবে।
৩.সকল অতিরিক্ত ফি এবং প্রাইভেট পলিটেকনিকে সেমিস্টার ফি মওকুফ করতে হবে
৪.২০২১ সালের মধ্যে ডুয়েট সহ অন্যান্য প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা বৃদ্ধি করতে হবে।