আলমগীর ইসলাম ময়মনসিংহ প্রতিনিধি ময়মনসিংহের ফুলপুর উপজেলায় ফুলপুরের আলোড়ন সংগঠনের উদ্যোগে বন্যা কবলিত এলাকায় ১০ ও বছর ১২ বছর বয়সী কিশোরা গত ২৭ জুন থেকে ৩০ জুন পর্যন্ত২০২২ইং
৪৫০ পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করতে সক্ষম হয়েছে।
ব্যাপক উদ্দীপনায় ময়মনসিংহের ফুলপুরের বিভিন্ন স্কুলের একঝাঁক তরুণ প্রজন্মের অষ্টম শ্রেণির পড়ুয়া ছাত্ররা বন্যা কবলিত এলাকার পানি বন্দী মানুষের মুখে হাঁসি ফুটিয়ে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন।
অল্প বয়সের কিশোর ছেলেরা তাদের চমৎকার সিদ্ধান্ত নিয়ে পানি বন্দী মানুষের দ্বারে দ্বারে খাদ্য সামগ্রী পৌঁছে দিতে পারছে আলোড়ন ফাউন্ডেশন এর প্রত্যেকটি সদস্যরা।
দিনরাত পরিশ্রম করে ফুলপুরের বন্যা কবলিত সিংহেশ্বর,নালিতাবাড়ী,নেত্রেকোনা ও সুনামগঞ্জের ধর্মপাশা, কলমাকান্দায় ৪৫০ জন পরিবারের মুখে হাসি ফুটাঁতে পারছে কিশোর ছেলেরা।
আলোড়ন সংগঠনের সদস্যরা বলেন যারা বিভিন্নভাবে আমাদের কে সময় শ্রম দিয়ে আর্থিকভাবে সহযোগিতা করেছেন তাদের প্রতি চির কৃতজ্ঞতা প্রকাশ করছি।
সার্বিকভাবে সাহায্য ও সহযোগিতা করেন গরিব অসহায় মানুষের বন্ধু
ফুলপুরের হেলডস্ ওপেন স্কাউট গ্রুপের
উদয় সরকার এর নেতৃত্বে আলোড়ন সংগঠনের সেচ্ছা-সেবকদের মাঝে যারা শুরু থেকে শেষ পর্যন্ত দায়িত্ব পালন করেন তাদের মধ্যে জিহান,ইয়ামিন,নিরব,.মুশফিক,তামিম,রাতুল,মারুফ,তামজিদ,আকাশ,হাসিব,নোমান,তন্ময়,দিহান,অপূর্ব,রানা,সমবনিক,বাঁধন,রাবিত ,স্বাধীন প্রমুখ।