৫৫ বছরের বেশি বয়সীদের করোনার টিকা দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বৃহস্পতিবার দুপুরে, সচিবালয়ে করোনার টিকা প্রয়োগ নীতিমালা নিয়ে প্রাথমিক বৈঠক শেষে নিজ দপ্তরে এ কথা জানান স্বাস্থ্যমন্ত্রী।
তিনি বলেন, বরাবরের মতোই ফ্রন্টলাইনাররাই ভ্যাকসিনের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। এছাড়াও জেলা পর্যায়ে ৭ লাখ এবং উপজেলা পর্যায়ে ২ লাখ করোনার টিকা সংরক্ষণ করা সম্ভব বলেও জানান মন্ত্রী।
তিনি আরও বলেন, ২৫, ২৬ জানুয়ারি সেরাম থেকে ভ্যাকসিনের প্রথম লট আসবে। এর জন্য অ্যাপ তৈরি হয়েছে, ভ্যাকসিন দেয়ার স্থান ও সময় জানিয়ে দেয়া হবে। সুষ্ঠুভাবে ভ্যাকসিন দিতে জেলা-উপজেলায় গঠিত কমিটিকে সহায়তা করছে মন্ত্রণালয়। এর জন্য ৪২ হাজার কর্মীকে প্রতিক্ষণ দেয়া হয়েছে। এছাড়া কোভ্যাক্স থেকে ফাইজারের কিছু ভ্যাকসিনও আনা হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]