দৈনিক শিরোমণি ডেস্ক রিপোর্ট: ৫ দলীয় বাম জোটের সাথে সচেতন নাগরিক পার্টি'র দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মত বিনিময় অনুষ্ঠিত। আজ ১ ডিসেম্বর ২০২৩ শুক্রবার বিকাল ৩ টায় ৫ দলীয় বাম জোটের সাথে সচেতন নাগরিক পার্টি'র দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় এতে উপস্থিত ছিলেন ৫ দলীয় বাম জোটের সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)র সভীপতি কমরেড ডাঃ এম এ সামাদ ও সাধারণ সম্পাদক কমরেড সাহিদুর রহমান জোটের শরীক দল বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট কেন্দ্র'র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বিধান দাস সচেতন নাগরিক পার্টির সভাপতি কমরেড হেলাল উদ্দিন ও সাধারণ আজ কমরেড হানিফ ভুইয়া।
আলোচনায় নেতৃবৃন্দ বর্তমানে ফ্যাসিস্ট সরকারের একতরফা নির্বাচন করে জোর পূর্বক আবারও রাষ্ট্র ক্ষমতা দখলের পায়তারার নিন্দা জানিয়ে বলেন ২০১৪ ও ২০১৮ সালের মতো সরকার আবারো একটা পাতানো নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। জনগনের ভোটের মৌলিক অধিকার হরন করে রেখেছে এবং গনতন্ত্রের জন্য আন্দোলন রত সকল বিরোধী দলের নেতাকর্মীদের উপর দমন পীড়ন হামলা মামলা জেল জুলুম চালাচ্ছে নেতৃবৃন্দ অবিলম্বে ঘোষিত তফসিল বাতিল করে দলনিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন দেয়ার জন্য সরকারের নিকট জোর দাবি জানাই। তাছাড়া দেশবাসীকে সাথে নিজেকে রাজপথে আন্দোলন করে সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে বলে হুসিয়ারি দেন।
৫ দলীয় বাম জোটের সাথে ফ্যাসিবাদ সরকারের বিরুদ্ধে ও তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে যুগপৎ আন্দোলন করার ঘোষণা দেন সচেতন নাগরিক পার্টি।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]