মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
মহেশপুরে প্রধানমন্ত্রীর উপহার পেলেন ৬৩টি ভূমিহীন ও গৃহহীন পরিবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার সকালে গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে সারা দেশের ভুমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত স্বপ্নের নীড় আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠান মহেশপুর উপজেলা পরিষদ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সংযুক্ত হয়ে উপজেলা নির্বাহী অফিসার শাশ্বতী শীলের সভাপতিত্বে এ উপজেলার ৬৩জন উপকারভোগীদের নিকট ফোল্ডার হাস্তন্তর করা হয়। হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঝিনাইদহ ৩ আসনের সংসদ সদস্য এ্যাড. শফিকুল আজম খাঁন চঞ্চল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ, উপজেল আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা খাতুন হেনা, ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম সিরাজ, আরিফান হাসান চৌধীরী লুথান, শহিদুল ইসলাম, জেলা পরিষদের সদস্য এমএ আসাদ, শেখ হাশেম আলী প্রমুখ। প্রধান অতিথি সকল উপকাভোগীদের মাঝে দলিল হস্তান্ত করেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]