রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || সোমবার | ২৫ নভেম্বর ২০২৪ | ১০ অগ্রহায়ণ ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
৭০০ একর কৃষিজমিতে জলাবদ্ধতা ইউএনওর উদ্বেগ
রেদোয়ান হাসান সাভার,ঢাকা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ ঢাকার ধামরাইয়ে ৭০০ একর কৃষিজমিতে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় উদ্বেগ জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।পরিদর্শন শেষে সমাধানের উপায় খুঁজছেন জানিয়ে ইউএনওর উপজেলা ফেসবুক পেইজে লেখেন তিনি।ইউএনও হোসাইন মোহাম্মদ হাই জকি লেখেন, ‘সুতিপাড়া ইউনিয়নের শ্রীরামপুরে প্রায় ৭০০ একর কৃষি জমিতে সৃষ্ট জলাবদ্ধতার সমাধান খুঁজতে রোববার উপজেলা কৃষি কর্মকর্তা, প্রকৌশলী এবং স্থানীয় জনপ্রতিনিধিসহ পরিদর্শন করি। খুব শিগগিরই ভরাট হয়ে যাওয়া খাল পুনঃখনন করে জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ নেয়া হবে।’সুতিপাড়া ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম রাজা বলেন, ‘‘আমরা চেষ্টা করছি কীভাবে জলাবদ্ধতা নিরসন করা যায়। এখানে একটি খাল আছে যেটাকে সবাই ‘মরা খাল’ বা শুধু ‘খাল’ নামেই চেনে। গত বছর জলাবদ্ধতার সময় আমরা ড্রেনের ব্যবস্থা করেছিলাম বিধায় পানি চলে যায়। তারপর কৃষকরা চাষাবাদ করতে পেরেছিলেন।’’উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুল হাসান বলেন, ‘ওই ইউনিয়নে প্রায় ৭০০ একর এক ফসলি কৃষিজমি আছে।
অনেক মানুষ সেখানে চাষাবাদ করেন। এসব জমির পানি একটি খালের মাধ্যমে বংশী নদীতে নিষ্কাশন হতো। কিন্তু গত বছর ওই খালের ওপর থাকা একটি সেতু ভেঙে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যায়। আমরা গিয়ে স্থানটি দেখে এসেছি। খুব দ্রুত পানি নিরসনে কাজ শুরু করব আমরা।’ইউএনও হোসাইন মোহাম্মদ হাই জকি বলেন, ‘মূলত ব্রিজটির ভেঙে পড়ায় মাটি ভরাট হয়ে জমিতে পানি আটকে আছে। এটি একটি প্রকল্পের মাধ্যমে এনে পানি নিষ্কাশনের সমাধান খোঁজা হচ্ছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.