শহিদুল ইসলাম সুইট(সিংড়া প্রতিনিধি):
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন,
নতুন করে যেনো কেউ গৃহহীন না হয় সেজন্য পৌর মেয়র, সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, যুবলীগ কাজ করে যাচ্ছে। গৃহহীনদের পূনর্বাসন করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমরা তালিকা পাঠাবো, তাদের ক্ষতিপূরণের জন্য সরকার তাৎক্ষনিক ব্যবস্থা ককরেছে সরকার পাশে আছে, থাকবে।
যতদিন বেঁচে আছি আপনার খেদমত করবো, চলনবিলবাসির পাশে আজীবন থাকবো, ইনশাআল্লাহ।
তিনি আরো বলেন, সুঁতি জাল কেউ নদীতে না দিতে পারে আমরা সে ব্যবস্থা নেয়া হয়েছে। তালিকা প্রশাসনের কাছে জমা দেয়া হয়েছে। তাদের আইনের আওতায় আনা হবে।
প্রতিমন্ত্রী রবিবার বিকেল তিনটায় তাঁর নিজ বাসভবনে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিন উপরিক্ত কথা বলেন এসময় ৪৪ টি পরিবারকে নগদ ৫ হাজার করে নগদ সহায়তা প্রদান করেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]