বিধান মন্ডল ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় করোনা পরিস্থিতিতে প্রাথমিক শিক্ষা নিশ্চিত করণে শিক্ষকদের করনীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা দেড়টায় ৫০০ আসন বিশিষ্ট অডিটোরিয়াম হলরুমে উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন। সহকারী শিক্ষা অফিসার আজিজুর রহমানের পরিচালনায় আরো বক্তব্য রাখেন পৌর মেয়র মোজাফফর হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা ও রেখা পারভীন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুহাম্মদ আবু আহাদ মিয়া, ছোলনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশাররফ হোসেন, শিক্ষক সুবর্না রায় নিপা প্রমুখ।
বক্তারা সকলকে করোনা কালে সরকারী নির্দেশনানুযায়ী স্বাস্থ্যবিধি বজায় রেখে মাক্স ব্যবহারের জন্য তাগিদ দেন। এসময় ৯জন প্রতিবন্ধী শিক্ষার্থীকে হুইল চেয়ার বিতরণ করা হয়।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]