রাকিব হাসান, মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
এবারের খাদ্য দিবসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে– ‘সবাইকে নিয়ে একসাথে বিকশিত হোন, শরীরের যত্ন নিন, সুস্থ থাকুন। আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ’ কৃষি মন্ত্রণালয় ও জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) উদ্যোগে অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালন করা হচ্ছে।
“মুজিব বর্ষের অঙ্গীকার, খাদ্য হবে দুর্বার”
এই শ্লোগানকে সামনে রেখে আজ রোজ শুক্রবার বিশ্ব খাদ্য দিবস-২০২০ উপলক্ষে আন্তর্জাতিক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানের ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়। আর এই উক্ত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বলেন, ‘পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে। কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বর্তমান সরকারের গৃহীত নানামুখী উদ্যোগ গ্রহণের ফলে কৃষিক্ষেত্রে অভাবনীয় সাফল্য অর্জিত হয়েছে।যার মধ্যে রয়েছে নানান রকমের কৃষিপণ্য ধান, পাট, আলু, সবজি, ফলসহ মাছ, মাংস উৎপাদনে বাংলাদেশের সাফল্য আজ বিশ্বের মাঝে সবচেয়ে স্বীকৃত।
তিনি আরো বলেন, ‘আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি। আমরা খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পেরেছি। এখন পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।এছাড়াও উক্ত ভিডিও কনফারেন্সে মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ হতে যুক্ত হয়েছেন, জনাব ড. রহিমা খাতুন, জেলা প্রশাসক মাদারীপুর এবং জনাব মোহাম্মদ মাহবুব হাসান, পুলিশ সুপার, এছাড়াও আরো মাদারীপুর অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক ড.রহিমা খাতুন বলেন, কৃষক বাচঁলে দেশ বাচঁবে, আর এই কৃষকের দেশ এই সোনার বাংলাদেশ, আমরা কৃষকের মাধ্যমে খাদ্য উৎপাদন থেকে সংগ্রহ করতে পারি। উৎপাদনে বাংলাদেশের সাফল্য আজ বিশ্বের মাঝে সবচেয়ে স্বীকৃত।তাই আমাদের কৃষির সকল অভাবলীয় সমাধান করে কৃষিখাতকে আরো সমৃদ্ধ করতে হবে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]