শেখ সাগর আহমেদ/বিশেষ প্রতিনিধি) : বাগেরহাটের ফকিরহাট উপজেলার খুলনা-মোংলা মহাসড়কে দেশি কেরু মদসহ দুই যুবককে আটক করেছেন কাটাখালী হাইওয়ে থানা পুলিশ। বৃহস্পতিবার বিকাল ৫টায় উপজেলার শ্যামবাগাত মহিষ প্রজনন ও উন্নয়ন খামারের সামনে থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃত শেখ ফারুক (৩৮) ও শোভন মজুমদার (২৫) এর বিরুদ্ধে শুক্রবার সকালে পুলিশ বাদী হয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেছেন। কাটাখালী হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহম্মদ আলী জানান,খুলনা-মোংলা মহাসড়ক দিয়ে মোংলা থেকে আসা খুলনাগামী একটি মটরসাইকেল তল্লাসী করা হয়। এসময় মটরসাইকেল আরোহীদের কাছ থেকে ৩ বোতল দেশি কেরু মদ উদ্ধার করা হয়। অবৈধ মদ বহন করার অপরাধে মটরসাইকেলে থাকা দুই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ শেষে ফকিরহাট থানায় সোপর্দ করা হয়। আটককৃত ব্যক্তিরা হলেন ফকিরহাটের আট্টাকী গ্রামের শেখ আব্দুল জব্বারের পুত্র শেখ ফারুক হোসেন ও উপজেলার গোয়ালবাড়ী গ্রামের স্বপন মজুমদারের ছেলে শোভন মুজমদার। তাদের বিরুদ্ধে কাটাখালী হাইওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এ.এস.আই) মো. মশিউর রহমান ফকিরহাট মডেল থানায় মালমা দায়ের করেন। মামলা নং-২২, তাং-২৮/০১/২২ ইং। ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ মো. খায়রুল আনাম বলেন, গতরাত সাড়ে ১২টার দিকে হাইওয়ে পুলিশ দু’জন যুবককে থানায় সোপর্দ করেছে। বৈধ কাগজ ছাড়া মদ বহনের অপরাধে তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]