হৃদয় শীল (মধুখালী) ফরিদপুর প্রতিনিধিঃ
ফ্রান্সে ইসলাম এবং নবী (সাঃ) কার্টুন নিয়ে প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁর সাম্প্রতিক কিছু বক্তব্যের প্রতিবাদে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নে আজ বৃহস্পতিবার সকাল ৯ ঘটিকায় মানব বন্ধন, ব্যাপক মিছিল ও সমাবেশ করেছে ডুমাইন ইউনিয়ন বাসীরা। প্রথমে ডুমাইন ইউনিয়ন বাসীরা ডুমাইন বাজার জামে মসজিদ প্রাঙ্গণে অবস্থান নেয়, তারপর ডুমাইন রামলাল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে আলোচনা সভা হয়। উক্ত আলোচনা সভার পর, জনাব মজনু বিশ্বাসের বাড়ি প্রাঙ্গন থেকে শুরু করে শাহ্- কামরুজ্জামান (কামাল ) মেম্বার ৫ নং- ওয়ার্ড এর বাড়ির প্রাঙ্গণ পর্যন্ত। মানববন্ধন এবং আলোচনা সভা কর্মসূচিতে অংশ নিয়েছে হাজার হাজার মানুষ।
উক্ত আলোচনা সভায় ডুমাইনের বিভিন্ন মসজিদের ইমামবৃন্দ ফ্রান্সের পণ্য বর্জনের আহ্বানের পাশাপাশি বাংলাদেশ সরকার ও মুসলিম বিশ্বকে ফ্রান্সের বিরুদ্ধে আরও সোচ্চার হওয়ার আহবান জানান।
মানববন্ধন কারীদের কারও হাতে প্ল্যাকার্ড কারও হাতে ব্যানার, আবার কারও মাথায় ছিলো শ্লোগান সম্বলিত কাপড়। মানববন্ধন কারীদের একজন মসজিদের হুজুর বলছেন, ইসলামের নবী(সাঃ)অবমাননা তারা কোনোভাবেই মেনে নিতে রাজি নন।
আরেকজন মসজিদের হুজুর বলেন বলেন, যারা নবী(সাঃ) অপমান করেছে তাদের অবশ্যই ক্ষমা চাইতে হবে মুসলিমদের কাছে। আরেকজন মসজিদের ইমাম বলেন বলেন, প্রয়োজনে আমরা শহীদ হবো, রক্ত পর্যন্ত দিতে রাজি আছি, তবু নবীর (সাঃ)অসম্মান মানবো না। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুদ্ধকালীন কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা শ্রদ্ধেয় মহসিন আলম বাচ্চু।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য প্রদান করেন বীর-মুক্তিযোদ্ধা রওশনুল ইসলাম (গরীব), উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মানিত সম্মানিত চেয়ারম্যান মহোদয়, সাবেক চেয়ারম্যান মহোদয়, ডুমাইন ইউনিয়নের বিভিন্ন মসজিদের ইমাম এবং মসজিদ কমিটি বৃন্দ, ইউনিয়ন আওয়ামী লীগের নেতা কর্মী বৃন্দ, মাদ্রাসার হাফেজ এবং ছাত্রবৃন্দ এবং ডুমাইন ইউনিয়নের সর্বস্তরের জনগন.
উক্ত আলোচনা ও মানববন্ধন সভার সঞ্চালনায় ছিলেন নাসির উদ্দীন( মিন্টু)
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]