এম. সোহেল রানা; মেহেরপুর জেলা প্রতিনিধিঃ মেহেরপুর সাহিত্য পরিষদের ত্রি-বার্ষিক মেয়াদে (২০২২-২০২৪) কার্য নির্বাহী কমিটি গঠণ করা হয়েছে। কার্য নির্বাহী পরিষদের গঠণের লক্ষ্যে তিন সদস্য বিশিষ্ট সার্চ কমিটির আহবায়ক মোঃ আবুল হাসেম, সদস্য জি.এফ মামুন লাকি ও ওবাইদুর রহমান ২১সদস্য বিশিষ্ট কার্য নির্বাহী পরিষদের তালিকা প্রদান করলে তা ৭এপ্রিল ২০২২তারিখে সভায় সর্বসম্মতিক্রমে গৃহিত হওয়ায় নিম্নোক্ত চুড়ান্ত কার্য নির্বাহী হিসাবে
ত্রি-বার্ষিক মেয়াদে (২০২২-২০২৪) মেহেরপুর সাহিত্য পরিষদের কমিটির সভাপতি জনাব মোঃ নূরুল আহমেদ এবং মোঃ নাসিরউদ্দিন আহমেদকে সাধারণ সম্পাদক করে ২১সদস্য কার্য নির্বাহী কমিটি গঠণ করা হয়।
বৃহস্পতিবার (৭এপ্রিল-২০২২) বিকাল ৫টার সময় (মেহেরপুর পাবলিক লাইব্রেরী ও সাহিত্য চর্চা কেন্দ্র, মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী চত্বর) মেহেরপুর সাহিত্য পরিষদ কার্যালয়ে ত্রি-বার্ষিক মেয়াদে চুড়ান্ত কার্য নির্বাহী কমিটি গঠণ অনুষ্ঠিত হয়।
মেহেরপুর সাহিত্য পরিষদ কার্য নির্বাহী কমিটির অন্যান্য পদে যারা আছেন- সহ-সভাপতি-মোঃ আবুল হাসেম, মোঃ সাদেকুজ্জামান সেন্টু। সহ-সাধারণ সম্পাদক- এস. এম এ মান্নান, নূর হোসেন, সাংগঠনিক সম্পাদক- জি.এফ মামুন লাকি, অর্থ সম্পাদক- মোঃ ওবাইদুর রহমান, সাহিত্য সম্পাদক- আবু লায়েছ লাবলু, প্রচার ও প্রকাশনা সম্পাদক- এম. সোহেল রানা, সাংস্কৃতিক সম্পাদক- এস. এম আসাদুল ইসলাম (খোকন), নাট্য সম্পাদক- মিনারুল ইসলাম, দপ্তর সম্পাদক- শফিকুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক- আতিয়া খন্দকার, গ্রন্থাগার বিষয়ক সম্পাদক- জসিম মাহমুদ।
নির্বাহী সদস্য- শাহীদ খাঁন, মীর রওশন আলী মনা, হেলাল উদ্দিন হিলু, লিয়াকত আলী, মহিবুল ইসলাম, জাহিদুল ইসলাম কাবরান প্রমুখ।