বিল্লাল হোসেন সোহাগ, শেরপুর প্রতিনিধি: শেরপুরেরনবাগত জেলা প্রশাসক (ডিসি) সাহেলা আক্তারের সাথে সৌজন্য স্বাক্ষাতসহ ফুলেল শুভেচ্ছাবিনিময় করেছেন শেরপুর রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ। ১ জুন দুপুরে জেলা প্রশাসকেরকার্যালয়ে ওই সৌজন্য স্বাক্ষাত অনুষ্ঠিত হয়। শুভেচ্ছা বিনিময়ের পূর্বে শেরপুর রিপোর্টার্সইউনিট ‘র নেতৃবৃন্দ জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান।
শেরপুর রিপোর্টার্স ইউনিটিরসভাপতি মারুফুর রহমান মারুফের নেতৃত্বে সৌজন্য স্বাক্ষাতকালে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহ সভাপতিমো. এনামুল হক, সাধারণ সম্পাদক মো. তারিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইসমাইলহোসেন, মো. আলমগীর হোসেন, মো. সুলতান হোসাইন, সাংগঠনিক সম্পাদক কাকন সরকার, সহ সাংগঠনিকসম্পাদক মো. শাহিনুর রহমান পনির, মো. ফজলুল করিম, কোষাধ্যক্ষ মনিরুজ্জমান মনির, ক্রীড়াও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বিল্লাল হোসেন সোহাগ, তথ্য-যোগাযোগ বিষয়ক সম্পাদক মো. রাজনমিয়া, নির্বাহী সদস্যের মধ্যে রিতেশ কর্মকার ও মো. মোক্তারুজ্জামান মুক্তা।
এসময় জেলা প্রশাসক সাহেলাআক্তার বলেন, সরকার দেশের মানুষের জন্য প্রতিনিয়ত কাজ করছে। আমরাও সরকারের অংশ। তিনিআশাবাদ ব্যক্ত করে বলেন, আপনাদের লেখনির মাধ্যমে সরকারের উন্নয়নের বার্তা সকলের মাঝেপৌছে যাবে। এছাড়াও তিনি সকল ভালো কাজে সাংবাদিকদের পাশে থাকার কথা জানান।
উল্ল্যেখ্য, রাষ্ট্রপতির আদেশক্রমেজনপ্রশাসন মন্ত্রণালয়েরআলাদা দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে শেরপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. মোমিনুর রশীদকে শিল্প মন্ত্রণালয়ের উপ-সচিব হিসেবেএবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব সায়েলাআক্তারকে শেরপুরের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ দেওয়া হয়। তার অংশ হিসেবে সায়েলা আক্তার জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদের স্থলাভিসিক্ত হলেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]