বিল্লাল হোসেন সোহাগ, শেরপুর প্রতিনিধি: 'পুষ্টি, পরিবেশ ও অর্থনৈতিক উন্নয়নে টেকসই দুগ্ধ শিল্প' এই প্রতিপাদ্য কে সামনে রেখে শেরপুরে পালিত হয়েছে বিশ্ব দুগ্ধ দিবস। ১ জুন বুধবার সকাল ১১ টায় জেলা প্রাণিসম্পদ দপ্তর মাঠে এ উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো. মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: ফারজানা ইয়াছমিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম প্রমুখ। এসময় শেরপুর সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পলাশ কান্তি দত্ত, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ও সদর উপজেলার বিভিন্ন এলাকার প্রায় শতাধিক খামারী উপস্থিত ছিলেন।শেরপুরে বিশ্ব দুগ্ধ দিবস পালিত
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]