এইচএম নবীন, বিশেষ প্রতিনিধি : ঝালকাঠি জেলায় নতুন পুলিশ সুপার হিসেবে যোগদান করবেন মোহাম্মদ আফরুজুল হক টুটুল। তাকে পদোন্নতি দিয়ে বুধবার (৩ জুলাই’২২খ্রি:) স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক প্রজ্ঞাপন জারি করে। ঝালকাঠি জেলার নতুন পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল চট্টগ্রামের ফৌজদার হাট ক্যাডেট কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সর্ম্পক বিভাগ নিয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেন। ২৭ তম বিসিএসে উত্তীর্ণ হয়ে ২০০৮ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে সহকারী পুলিশ সুপার পদে যোগ দেন। চাকরি জীবনের বেশি ভাগ সময় কাজ করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশে। এর আগে তিনি এডিসি রমনা, এডিসি তেজগাঁও, এডিসি লালবাগ এবং কক্সবাজার জেলায় অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন।